নরওয়ে থেকে:-
এক বঙ্গ ললনারে ভালোবেসে অপেক্ষায় কেটে যায় ক্ষণ ।
তার অপেক্ষা যেন বেদনায় পরিপূর্ণ ট্রেনের মতো,,
ধীরে ধীরে চলে,,জীবনের প্লাটফর্ম ছেড়ে যাবার নাম গন্দও নাই যেন তার !!
তবুও কেটে যায় মাস,,
বৎসরে সাথে সাথে বদলে যায় জীবন।
তাই অপেক্ষায় থাকি ভালো একটা দিনের, অপেক্ষা করি রংধনুর রঙে ভরা অজানা কোনো এক আগামীর : রঙিন কোনো মুহূর্তের।
ধীরে ধীরে রাত আসে , গোধূলির রং আর শান্ত মিহিন ক্ষণগুলো মুছে যায় রাত্রিকে ভালোবেসে,,প্রায় ক্ষয়ে যাওয়া এই আমি তবুও জেগে থাকি তার আসার অপেক্ষায়,,
জানি একদিন তার সাথে দেখা হবে,,
দেখা হবে ক্রিস্টিয়ানস্যান্ড, অসলো , কিংবা ট্রোমসোতে।
বিশ্বাসে রাখা হবে হাতে হাত।