ফ্লোরিডা থেকে:-

সারারাত জেগে রইলাম,ঘুম এলোনা । কাক গুলো ডেকে উঠলো , মসজিদে আজান দিলো,মাথায় খামচি মেরে রইলো একটি যন্ত্রনা । আমি তাকে চিনলাম।

সে আমাকে প্রশ্ন করলো “তুই কেন এসেছিস?”
আমি বললাম “তোকে দেখতে , খুব কাছ থেকে।”
“এতো দেখে কি হয় ? এত বছর যেখানে চলে গেছে , পশ্চিমের চক্রবাল যখন ছুঁই ছুঁই, তুই কি এখনও ঐসব যন্ত্রনা কাঁধে নিয়ে হাঁটিস ? “

“গিলগামেসের মহাপ্লাবনে যা মরে নাই, নূহের প্লাবনও যাকে পারে নাই ভাসিয়ে নিতে আমি যে সেই অনুভুতিগুলো যত্ন করে রেখে দিয়েছি তোর জন্য , তাদের কি বয়সের কারাগারে বন্দী করা যায় রে?”

“সত্যের চেয়ে ও সুদর্শন যে বন্ধু , তুই , কোনদিন মানুষ হলি না রে , তুই খ্যাপার মতই পার করে দিলি জীবন অথচ তোর চোখ খুললোনা খুললোনা , আহ্ কি অপচয় !”

সত্যের চেয়েও সুদর্শনা যে , আমি তাকে বললাম : ভুল, তুই যৌবনের মত আবারও ভুল সিদ্ধান্তের পথে হাঁটছিস বলেই অপচয়ের কথা উঠছে। এত অনুভূতির জ্যোতিস্ক মন্ডলী ধারন করে আছে যে মানুষ , সে আসলে মানুষ নয় রে , মানুষ যে স্বয়ং ঈশ্বরের প্রতিবিম্ব ।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন